শিমরাইলে মহাসড়কজুড়ে বিভিন্ন পরিবহনের ষ্ট্যান্ড, হাইওয়ে পুলিশ রহস্যজনক কারণে নিরব
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে মহাসড়ক জুড়ে বিভিন্ন গণপরিবহনের যত্রতত্র ষ্ট্যান্ড বানিয়ে রাখার কারণে মহাসড়কের ঢাকাগামী লেনে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে৷
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই মোঃ আবু নাঈম সিদ্দিকীর সাথে ওই সকল গন পরিবহনের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে অর্থনৈতিক সম্পর্ক থাকার কারণে ওই সকল যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করায় শিমরাইলমোড়ে চলছে চরম বলে বিশৃঙ্খলা ও অরাজকতা৷
সরেজমিন গতকাল সোমবার দেখাগেছে ঢাকাগামীলেনে মহাসড়কজুড়ে বন্ধু, রজনী গন্ধা, মনজিল, কোমল, সময়, নীলাচল, নাফ, চিটাগাংরোড পরিবহন, শিমরাইল পরিবহন, শ্রমিক পরিবহন, লেগুনা, সিএনজি ও ইজিবাইক মহাসড়কে অবাধে চলাচল করছে এবং বাস গুলে মহাসড়কে একাধিক এলোমেলোভাবে রাখার কারণে পূর্বাঞ্চল থেকে ঢাকায় প্রবেশ করতে গিয়ে যানবাহন গুলে আটকা পড়ছে৷
এ ঘটনা নিত্য দিনের৷ টিআই আবু নাঈমের দায়িত্ব পালনে চরম অবহেলার কারণে এবং ওই সকল যানবাহন গুলো থেকে আর্থিক সুবিধা গ্রহনের কারনে এসব সামাল দিতে পারছেনা বলে মনে করেন স্থানীয়রা৷ অথচ এসকল যানবাহনের কোন রুট পারমিট নেই, নেই কোন বৈধ কাগজপত্র৷ শুধু টিআই আবু নাঈমকে ম্যানেজ করেই এসব যানবাহন চলাচল করছে৷
টিআই মাঝে মধ্যে মহাসড়কে নেমে সেলফি তুলেন৷ এবং কয়েকটি ইজিবাইক ও সিএনজির নামে মামলা দিয়ে শিমরাইল পুলিশ ক্যাম্পে বসে গন পরিবহনের নেতাদের ক্যাম্পে ডেকে এনে মাসিক টাকা আদায় করার কাজেই বেশী ব্যস্ত থাকেন বলে গুরুতর অভিযোগ রয়েছে৷
টিআই আবু নাঈম মহাসড়কে ৫ শতাধিক দোকানপাট দাড়িয়ে থেকে বসিয়েছেন৷ তার কর্মকান্ডের কারনে হাইওয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল৷
আপনার মতামত লিখুন :