সিদ্ধিরগঞ্জে সি,এন,জি ড্রাইভার উজ্জ্বল হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধ


sohel Rana প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন /
সিদ্ধিরগঞ্জে  সি,এন,জি ড্রাইভার উজ্জ্বল হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধ

সিদ্ধিরগঞ্জে সি,এন,জি ড্রাইভার উজ্জ্বল হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধ

নারায়নগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড শিমরাইল মোর এলাকায় (১৫-দুপুরে চিটাগাং রোড) সি,এন, জি ড্রাইভার উজ্জ্বল হত্যার মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও ভিক্ষোব করেছেন।

শিমাইল মোড় এলাকায় সি,এন,জি স্টান্ডের ড্রাইভার সোহেল রানার সভাপতিত্বে মোহাম্মদ বুদ্ধা মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন।

শাহ আলম, সোহেল রানা, মোহাম্মদ জাবেদ হোসেন, মোহাম্মদ আল-আমিন, মোঃ শুভ, মমতা আলমগীর, শ্রী সুমন দেবনাথ সকল স্ট্যান্ডার্ড সকল ড্রাইভার উপস্থিত ছিলেন।