আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত


sohel Rana প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ২:০০ অপরাহ্ন /
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান, ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি আফজাল হোসেন, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল ভুইয়া, সদস্য মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি শাহ আলম মাষ্টার, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেলসহ সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আগমী ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে, ইতোমধ্যে আমাদের সকল প্রস্ততি সম্পন্ন হবে।

এছাড়াও ৮ই নভেম্বর ঢাকায় কেন্দ্রী কর্মসূচীতে অংশগ্রহন করার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান।