সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রির বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত; নগদ টাকা ও স্বর্নালংকার লুট
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রির বাধা দেওয়ায়কে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে বাসা-বাড়ীতে হামলা চালিয়ে নগদ ২ লাখ ২৫ হাজার টাকা ও ২ ভরি ওজনের বিভিন্ন স্বর্নালংকার নিয়া যাওয়ায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া কালুহাজী রোড বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন এলাকার ভুক্তভোগী রাজিয়া সুলতানা (৫৫) বাদী হয়ে হামলার ঘটনায় ৬ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ নং-২০১।
অভিযোগকারীরা হলো-সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকার মোঃ মোতালিব এর ছেলে মোঃ রাজু (৩২), মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ রুবেল (৩০), আলীনুরের ছেলে মোঃ সাজ্জাদ (৩০), আব্দুল লতিফ এর ছেলে জোবায়ের (২৯), আফজালের ছেলে জিহাদ (৩১) ও মোঃ আনোয়ারের ছেলে সাকি (৩০)।
বাদী রাজিয়া সুলতানা অভিযোগে উল্লেখ করেছেন, বিবাদীরা গত ২৯ আগস্ট বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া কালুহাজী রোড বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন আমার বাড়ীর সামনে জনৈক আবুল হোসেন মিয়ার অটো রিক্সার গ্যারেজে মাদক বিক্রি, সেবন ও উচ্চ স্বরে গান বাজনা করিতেছিল। ঐ সময় আমি, আমার স্বামী ও আমার ভাই মোঃ এমদাদুল হক ওরফে সোহেল (৫১)সহ গ্যারেজে গিয়া বিবাদীদের আমরা প্রতিবাদ করে নিষেধ করিয়া চলিয়া আসি। পরে সন্ধায় দিকে উক্ত বিবাদীগন সহ আরো অজ্ঞাতনামা ১০/১৫জন বে-আইনী ভাবে দেশীয় ধারালো দা, ছোরা, লাঠি, লোহার রড ও এসএস পাইপ সহ মোটর সাইকেল যোগে আমার বাড়ীতে প্রবেশ করিয়া আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।
আমরা বিবাদীদের গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীরা আমাদের এলোপাথারীভাবে মারধর করিয়া নিলা ফুলা জখম করে। এসময় আমাদের ডাক চিৎকারে আমার ভাই মোঃ এমদাদুল হক ওরফে সোহেল আগাইয়া আসিলে বিবাদীরা আমার ভাইকেও মারধর রক্তাক্ত জখম করে। এসময় ১নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়া আমার ভাইয়ের মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়া রক্তাক্ত জখম করে। আমাদের মারধর করে ২ হইতে ৪নং বিবাদীরা আমার বাসার আলমারী ও ওয়ারড্রপ ভাঙ্গিয়া নগদ ২,২৫,০০০ টাকা ও ২ ভরি ওজনের বিভিন্ন স্বর্নালংকার নিয়া যায় এবং আমরা যদি পুনরায় বিবাদীদের কোন বাধা প্রদান করি তাহলে আমাদের খুন জখম করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিয়ার পালাইয়া যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের সহায়তায় আমার ভাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকিল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়।
এ অভিযোগের তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম জানান হামলায় ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :