আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক ও রাজস্ব কর্মকর্তার অপসারনের দাবিতে মানববন্ধন


sohel Rana প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন /
আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক ও রাজস্ব কর্মকর্তার অপসারনের দাবিতে মানববন্ধন

আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক ও রাজস্ব কর্মকর্তার অপসারনের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহম্মেদ সিদ্দিকি ও রাজস্ব কর্মকর্তা একেএম এনামুল হকের অপসারনের দাবিতে ব্যবসায়ীসহ সর্বসাধারন মানববন্ধন করেছে। গতকাল রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড গেটের বাইরে আদমজী-নারায়ণগঞ্জ সড়কের পাশে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধকারীরা বলেন, ইপিজেডের নির্বাহী পরিচালক ও রাজস্ব কর্মকর্তার যোগসাজশে জুট এর সাথে অননুমোদিত অতিরিক্তি অবৈধ মালপত্র বের করছেন দীর্ঘদিন ধরে। গত ১৩-৮-২০২৪ তারিখ ১৫ টি ট্রাকযোগে মালপত্র ইপিজেড থেকে বের করার সময় ট্রাক নং ঢাকা মেট্রো ট- ১৫-৬১০৯, ঢাকা মেট্রো-ট- ১৬-৫৬৯৫ এবং ঢাকা মেট্রো-ট-১৬২৪৩৫ নামে ট্রাক তিনটি ইপিজেডের ব্যবসায়ীরা আটক করে।

এ ট্রাক তিনটিতে ৪৫শ, কেজি মাল থাকার কথা থাকলেও সেখানে প্রায় ৩০ টন মাল ছিল। পাে কাস্টমস ও ইপিজেডের কর্মকর্তাদের অবহিত করলে তারা ট্রাক থেকে কিছু মাল রেখে দিয়ে ৫-৮-২০২৪ তারিখ ট্রাক তিনটি মালসহ ছেড়ে দেয়। আদমজী ইপিজেডের মেসার্স ডিনকুম ট্রেড ইন্টারন্যাশন্যাল থেকে ঢাকার যুবলীগ নেতা আবু হানিফ হৃদয় ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (বর্তমানে পলাতক) ইপিজেডের ইউনেস্কো বিডি নামক প্রতিষ্ঠান থেকে অনুমোদনের চেয়ে অতিরিক্তি মালপত্র দীর্ঘদিন ধরে বের করতেন ইপিজেড এর নির্বাহী পরিচালক ও রাজস্ব কর্মর্তার যোগসাজশে। এ ব্যাপারে ইপিজেডের বেশ কয়েকজন ব্যবসায়ী ইপিজেডের নির্বাহী পরিচালককে জানালে তিনি এ বিষয়ে গুরুত্বসহকারে দেখবেন বলে ইতিপূর্বে আশ্বাস দিলেও পুনরায় গত ১৩-৮-২০২৪ তারিখে একই ঘটনা ঘটে। যার ফলে গতকাল রোববার দুপুরে ব্যবসায়ীসহ এলাকাবাসী দুর্নীতির অভিযোগ তুলে আওয়ামীলীগের দোসর ইপিজেডের নির্বাহী পরিচালক ও রাজস্ব কর্মকর্তার অপসারণ দাবি করেন। ২৪ ঘন্টার মধ্যে অপসারণ না করলে ইপিজেডে বিক্ষোভ মিছিল ও ঘেরাওসহ নানা কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে মানবন্ধনকারীরা জানায়।

দুর্নীতি ও অপসারণের বিষয়ে আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, কিজন্য মানবন্ধন করেছে তা আমি অবগত নই, সবার ব্যবসা করার অধিকার আছে, আমি নতুন এসেছি, অনুমোদিত মালের বেশী বের হওয়ার কথা নয়, তাছাড়া বেপজার কেউ এই দুর্নীতির সাথে জড়িত নয় বলে তিনি দাবি করেন।

ইপিজেডের রাজস্ব কর্মকর্তা একেএম এনামুল হক এর বিরুদ্ধে দুর্নীতি ও তার অপসারণের বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।