চিরিরবন্দরে ১০০ কেজি গাঁজাসহ ৩ ব্যবসায়ী আঁটক


sohel Rana প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৪, ৫:১১ অপরাহ্ন /
চিরিরবন্দরে ১০০ কেজি গাঁজাসহ ৩ ব্যবসায়ী আঁটক

চিরিরবন্দরে ১০০ কেজি গাঁজাসহ ৩ ব্যবসায়ী আঁটক

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর থানায় সাধারন ডায়েরী নং-১০৬৭ তারিখ-১৯/০৪/২৪ খ্রি. মূলে দিনাজপুর জেলার সন্মানিত পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুর, শেখ মোঃ জিন্নাহ আল মামুন এর তদারকিতে এবং চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য গভীর রাতে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে মাদক বিরোধী অভিযান, গ্রেফতারী পরোয়ানা তামিল ও রণপাহাড়ায় নিয়োজিত থাকাকালীন সময়ে সঙ্গীয় ফোর্স এসআই মোঃ নুর আলম সিদ্দিক, এসআই ইমাদ উদ্দিন মোঃ ফারুক ফিরোজ, এসআই সুরত চন্দ্র রায়, এএসআই আখেরুজ্জামান, এএসআই মোঃ আব্দুল মজিদ এবং সঙ্গীয় ফোর্সসহ চিরিরবন্দর থানাধীন ০৫ নং আব্দুলপুর ইউপির চিরিরবন্দর রেল স্টেশন হইতে ঘুঘুরাতলী সড়কের নূরজাহান সুপার মার্কেটে মেসার্স আজমল আয়রন স্টোর এর সামনে পাকা রাস্তার উপর একটি ১০ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাক এর ভিতরে ড্রাইভার এর সিটের পিছনে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০৪ টি বস্তায় রক্ষিত ৩৪ টি পোটলায় সর্বমোট ১০০ (একশত) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গত ২০ এপ্রিল শনিবার সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশ সুপার ইফতেখার আহমেদ পি পিএম (বার) বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধারকৃত আলামতঃ
১। ০১ (এক) টি রেজিস্ট্রেশন বিহীন ১০ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাক। যাহার চেসিস নং-MC2U2GRC0LB019778, ইঞ্জিন নং- 91M84518974, মূল্য অনুমান ৬০,০০০০০০/-(ষাট লক্ষ) টাকা।
২। ০৪ টি প্লাস্টিকের বস্তায় ৩৪ টি পোটলা যার প্রতিটি পোটলা নীল রংয়ের পলিথিন দ্বারা আবৃত এবং বাদামী রংয়ের স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় সর্বমোট ১০০ (একশত) কেজি গাঁজা। মূল্য অনুমান ১৫০০০০০/-(পনের লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত আসামীগণ
১। মোঃ রেজাউল করিম (৪৫), পিতা-মোঃ সাইফুদ্দিন সাহেব উদ্দিন, সাং-নিশ্চিন্তপুর, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।
২। মোঃ মোস্তাকিম (৩১), পিতা-মোঃ আমজাদ হোসেন, সাং-শেখহাটি, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।
৩। মোঃ মোহাইমিনুর রহমান (৩০), পিতা-মৃত মোস্তাফিজুর রহমান, সাং-ফেসকিপাড়া, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর।