নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লী মডেল স্কুল এন্ড শাখা শুভ উদ্বোধন অনুষ্ঠিত  হয়েছে


Admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৩, ৯:৪৫ অপরাহ্ন /
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লী মডেল স্কুল এন্ড শাখা শুভ উদ্বোধন অনুষ্ঠিত  হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লী মডেল স্কুল এন্ড শাখা শুভ উদ্বোধন অনুষ্ঠিত  হয়েছে

নারায়নগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লী মডেল স্কুল এন্ড শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর ) সকালে সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী স্কুল মাঠে কেক কেটে এর শুভ উদ্বোধন করেন ও ভূমিপল্লী মডেল স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করে উদ্বোধন করেন ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই বলেন, আমাদের প্রতিটি মূহুর্তে যুদ্ধ করতে হয়। চারাগাছ টি রোপণ করে দিলাম ও শিক্ষকদের অনুরোধ করবো বিশেষ করে বাংলাদেশের মানুষের। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের যুদ্ধও বেশি, পরীক্ষাও বেশি। সার্বক্ষণিক আমাদের সচেতন থাকতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার বাচ্চাদের শিক্ষার ব্যাপারে বেশ সচেতন। কারণ জাতির পিতাকে যখন হত্যা করা হয় তখন আমরা ছোট ছিলাম, স্কুলে পড়ি। তারপর কিন্তু আমরা বড় হয়েছি ভুল ইতিহাস শুনে। আমাদের ভুল ইতিহাস শেখানো হতো। একটা দেশের লাখ লাখ শিশু যারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে তাদের যদি ভুল ইতিহাস বলা হয়। তারা কী দেশের নেতৃত্ব দিতে পারবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জনাব জসিম উদ্দিন পাটোয়ারী সভাপতি ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লি:, সদস্য সচিব মোঃ মশিউর রহমান, কোঃ অডিনেটর মোঃ আনোয়ার হোসেন, প্রমুখ।